ভারতের আঞ্চলিক নৃত্যসমূহ
Indian Regional Dances
24-May-2019
dance
India

একনজরে ভারতের প্রধান প্রধান আঞ্চলিক নৃত্য

(১) বাগুরুম্বা - আসাম রাজ্যের নৃত্য।

(২) বিহু - আসাম রাজ্যের নৃত্য। 

(৩) ভাংড়া - পাঞ্জাব রাজ্যের নৃত্য।

(৪) ভারতনাট্যম - তামিলনাড়ু রাজ্যের নৃত্য।

(৫) ডান্ডিয়া - গুজরাট রাজ্যের নৃত্য।

(৬) গর্বা - গুজরাট রাজ্যের নৃত্য।

(৭) ঘুমর - রাজস্থান রাজ্যের নৃত্য।

(৮) ঝুমুর - পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, আসাম ও ওড়িশা রাজ্যের নৃত্য।

(৯) কথাকলি - কেরালা রাজ্যের নৃত্য।

(১০) মোহিনীনাট্যম - কেরালা রাজ্যের নৃত্য।

(১১) কুচিপুড়ি - অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য।

(১২) কোলি - মহারাষ্ট্র রাজ্যের নৃত্য।

(১৩) লবনি - মহারাষ্ট্র রাজ্যের নৃত্য।

(১৪) ওড়িশি - ওড়িশা রাজ্যের নৃত্য।

(১৫) পন্থি - ছত্তিশগড় রাজ্যের নৃত্য।

(১৬) কত্থক - উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য।

(১৭) যক্ষগণ - কর্ণাটক রাজ্যের নৃত্য।

(১৮) ভামাকল্পম - অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য।

(১৯) ফাগ - হরিয়াণা রাজ্যের নৃত্য।

(২০) মাটকি - মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্য।

(২১) হোজাগিরি - ত্রিপুরা রাজ্যের নৃত্য।

(২২) বুইয়া - অরুণাচল প্রদেশ রাজ্যের নৃত্য।

(২৩) গম্ভীরা - পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য।

(২৪) সুগ্গি - কর্ণাটক রাজ্যের নৃত্য।

(২৫) সরহুল - ঝাড়খন্ড রাজ্যের নৃত্য।

(২৬) নুপা - মণিপুর রাজ্যের নৃত্য।

(২৭) লাহো - মেঘালয় রাজ্যের নৃত্য।

(২৮) চেরাউ - মিজোরাম রাজ্যের নৃত্য।

(২৯) রংমা - নাগাল্যান্ড রাজ্যের নৃত্য।

(৩০) রউফ - জম্মু ও কাশ্মীর রাজ্যের নৃত্য।

Please login to post your comments.