বিষয় অভিধান কাকে বলে ছোটোরা জানে না। বড়োরাও সসবসময় জানে কি? পড়তে পড়তে বিষয় অভিধান ব্যবহারের মজার সঙ্গে ছোটোদের পরিচয় করিয়ে দেবার জন্যই এই বই।
শৈবাল একধরণের স্বভোজী জীব। কিন্তু,স্বভোজী কাদের বলে? বই ঘেঁটে খোঁজার আর দরকার নেই। বিজ্ঞান অভিধান সঙ্গে আছে তো!